ঢাকা ওয়াসা বোর্ড এ নতুন চেয়ারম্যান পদে যোগ দিয়েছেন সুাজত কুমার।


ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে অধ্যাপক সুজিত কুমার বালা যোগদান করেছেন। মঙ্গলবার (৩০ মে) ঢাকা ওয়াসার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এর আগে ২২ মে তাকে ওয়াসা বোর্ডে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ঢাকা ওয়াসার সাবেক চেয়ারম্যান ড. গোলাম মোস্তফার পরিবর্তে তাকে দায়িত্ব দেয়া হয়।



অধ্যাপক ড. প্রকৌশলী সুজিত কুমার বালা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েটে) পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটে ১৯৯৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। পরে অধ্যাপক হিসেবে অবসর পূর্বকালীন ছুটিতে যান। বুয়েটে থাকাকালীন তিনি জাইকা, ইইউ, আইএফএডি, ডিএফআইডি, ইউএসএআইডির অর্থায়নপুষ্ট বিভিন্ন আর্ন্তজাতিক গবেষণা প্রকল্পে কাজ করেন ও বিভিন্ন আর্ন্তজাতিক সেমিনার ও প্রশিক্ষণে অংশ নেন।


বিভিন্ন বিদেশি জার্নালে তার ৩০টিরও অধিক গবেষণাপত্র এবং ৫০টির অধিক সেমিনারে কনফারেন্স পেপার প্রকাশিত হয়, যার কয়েকটি বুক চ্যাপটারে অন্তর্ভুক্ত। তিনি একটি পিএইচডি থিসিস ও ১৫টি এমএসসি থিসিসে সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন।


Swajat Kumar has joined Dhaka WASA Board as the new chairman.


Professor Sujit Kumar Bala has joined as the Chairman of Dhaka Wasa Board. This information was informed in a press release of Dhaka Wasa on Tuesday (May 30).


Earlier on May 22, the Ministry of Local Government issued a notification appointing him as the new chairman of WASA Board. Former chairman of Dhaka Wasa. He was given the responsibility instead of Golam Mustafa.


Professor Dr. Engineer Sujit Kumar Bala was working at the Water and Flood Management Institute of Bangladesh University of Engineering (BUET) from 1997 to 2023. Later went on pre-retirement leave as a professor. While at BUET, he worked on various international research projects funded by JICA, EU, IFAD, DFID, USAID and participated in various international seminars and trainings.


He has published more than 30 research papers in various foreign journals and more than 50 seminar conference papers, some of which are included in book chapters. He supervised one PhD thesis and 15 MSc theses.



Post a Comment

Previous Post Next Post