গান গাওয়ার টুকটাক অভ্যাস থাকলেও কারো সামনে গান গাওয়ানো যেত না তাকে । স্বভাবেও বেশ লাজুক। তবে সুযোগ হলে ওয়াশরুম বা বেডরুমের দরজা বন্ধ করে একা একা গান গাইতেন।

এমন লাজুক ছিলেন যে বন্ধুদের আড্ডাতেও গান গাওয়ানো যেত না তাকে। গান করলে হয়ত বা মানুষতাকে নিয়ে হাসাহাসি করবে এমন ভয় ছিল তার মধ্যে।সেই লাজুক গায়কই সব দ্বিধা কাটিয়ে ‘নিথুয়া পাথারে’ শিরোনামে একটি গান মুঠোফোনে রেকর্ড করেন আর ভয়েভয়ে ফেসবুকে পোস্ট করেন।

সেই গান শুনে  ৯০ জন মানুষ লাইক ও কমেন্ট করে ।আর তখন থেকেই  তাঁর মনে হয়েছিল, তিনি গান করলে ৯০ জন না হলেও ৫০ জন মানুষ তো তাঁর গান পছন্দ করবেন। এই আত্মবিশ্বাসই তাঁকে গান করতে উৎসাহ জোগাল। কুঁড়েঘর নামে একটি ব্যান্ড গড়ে তুললেন তরুণ গায়ক তাসরিফ খান। 

সেই কুঁড়েঘর ব্যান্ডের কোনো কোনো গানের ভিউ এখন তিন–চার কোটি।

ভিউয়ে কোটিপতি তাসরিফদের ফেসবুকে পোস্ট করা গান শেয়ার করেন লাখ লাখ ফলোয়ার ।

প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে যেমন ডাক পান, তেমনি বিদেশ থেকেও গান করার ডাক আসে।

 ‘ময়নারে’, ‘সাত রাজার ধন’, ‘তাইতো আইলাম সাগরে’, ‘ব্যাচেলর’, ‘মধ্যবিত্ত’ গানগুলো শুনতে চান হাজার হাজার শ্রোতা ।



Although he had a little habit of singing, he could not sing in front of anyone. Quite shy by nature. However, if there was an opportunity, he would close the door of the washroom or bedroom and sing alone.

He was so shy that he could not sing even in the chat of friends. He was afraid that if he sang, he would make fun of humanity. The shy singer overcame all the doubts and recorded a song titled 'Nithua Pathare' on his mobile phone and posted it on Facebook.

After listening to that song, 90 people liked and commented. And since then he felt that if he sings, if not 90 people, but 50 people will like his song. This confidence encouraged him to sing. Young singer Tasrif Khan formed a band called Kundeghar.

The views of some of the songs of that hut band are now 3-4 crores.

Millions of followers shared the song posted on Vue millionaire Tasrif's Facebook.

Every day we get calls from different parts of the country, as well as calls to sing from abroad.

Thousands of listeners want to listen to the songs 'Maynare', 'Saat Rajar Dhan', 'Taito Aelam Sagare', 'Bachelor', 'Middle-class'.


Post a Comment

Previous Post Next Post