আগামী শনিবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায়  প্রায় ৭/৮ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষন ও অপসারণের জন্য বন্ধ থাকবে গ্যাস সরবরাহ।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর পক্ষ থেকে  শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে । এতে বলা হয়েছে, শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মগবাজার, মৌচাক, মালিবাগ রেলগেট পর্যন্ত রেললাইনের উত্তর পার্শ্বে নয়াটোলা, গাবতলা, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, মধুবাগ, মগবাজার টিঅ্যান্ডটি কলোনি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ওই সময়ে নির্দিষ্ট এলাকার আশপাশের এলাকায়ও গ্যাসের চাপ কম থাকতে পারে। এ জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি। 



Next Saturday, gas supply will be stopped in several areas of the capital for about 7/8 hours. Gas supply will be shut down for emergency maintenance and removal of gas pipelines.

Titus Gas Transmission and Distribution Company Limited has informed this information in a press release on Friday. It has been said that on Saturday from 10 am to 6 pm, gas supply will be stopped in Nayatola, Gabtala, Greenway, Payarabagh, Madhubagh, Moghbazar T&T Colony areas on the north side of the railway line up to Mogbazar, Mouchak, Malibagh Railgate.

At that time, the gas pressure may be low in the surrounding area. The company sincerely apologized to the customers for this.


Post a Comment

Previous Post Next Post