বৈধ ব্যবসা এবং অন্যান্য পেশায় অর্থ-সম্পদ অর্জনের অনেক উপায় রয়েছে। অর্থ উপার্জনের জন্য রাজনীতি কোনো পেশা হতে পারে না। রাজনীতিবিদরা জনগণের সম্পদের রক্ষক হবেন, তারা ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন না। 

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে বিএনপির দণ্ডিত দুই নেতার আপিল খারিজের রায়ে এ পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। 



There are many ways to make money in legitimate businesses and other professions. Politics cannot be a career for making money. Politicians should be the custodians of people's wealth, they cannot play the role of consumers.

The High Court has made this observation in the judgment dismissing the appeal of two convicted leaders of BNP against the judgment of the judicial court in the case of acquisition of illegal wealth.

Today, Tuesday, Justice Md. The High Court bench of Nazrul Islam Talukder and Justice Khizir Hayat gave the verdict.


Post a Comment

Previous Post Next Post